No Internet Connection !

খুলনা বিভাগ

প্রশ্ন: খুলনাকে বিভাগ ঘোষণা করা হয় কবে? উত্তর: ১ অক্টোবর ১৯৬০।
প্রশ্ন: খুলনা বাংলাদেশের কততম বিভাগ? উ: ৪র্থ।
প্রশ্ন: খুলনা বিভাগের আয়তন কত? উ: ২২,২৮৫ কি:মি:।
প্রশ্ন: সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কাকে? উ: খুলনাকে।
প্রশ্ন: খুলনা বিভাগে কয়টি জেলা ও জেলাগুলোর নাম কী? উ: ১০টি।

✅ খুলনা

✅ বাগেরহাট

✅ সাতক্ষীরা

✅ যশোর

✅ নড়াইল

✅ ঝিনাইদহ

✅ মাগুরা

✅ কুষ্টিয়া

✅ চুয়াডাঙ্গা

✅ মেহেরপুর


প্রশ্ন: খুলনা বিভাগের বৃহত্তম জেলা কোনটি? উ: খুলনা (আয়তন ৪,৩৯৪.৪৫ বর্গ কিমি)।
প্রশ্ন: খুলনা বিভাগের ক্ষুদ্রতম জেলা কোনটি? উ: মেহেরপুর (আয়তন ৭৫১.৬২ বর্গ কিমি)।
প্রশ্ন: খুলনা বিভাগে জাতীয় সংসদের আসন সংখ্যা কত? উ: ৩৬টি।
জেলাভিত্তিক আসন সংখ্যা:
জেলা আসন সংখ্যা
খুলনা জেলা ৬টি আসন
বাগেরহাট জেলা ৪টি আসন
সাতক্ষীরা জেলা ৪টি আসন
যশোর জেলা ৬টি আসন
নড়াইল জেলা ২টি আসন
ঝিনাইদহ জেলা ৪টি আসন
মাগুরা জেলা ২টি আসন
কুষ্টিয়া জেলা ৪টি আসন
চুয়াডাঙ্গা জেলা ২টি আসন
মেহেরপুর জেলা ২টি আসন
প্রশ্ন: খুলনা বিভাগে সিটি কর্পোরেশনের সংখ্যা কত? উ: ১টি; খুলনা সিটি কর্পোরেশন।
প্রশ্ন: খুলনা বিভাগের সীমারেখা কী?
উঃ খুলনা বিভাগের সীমারেখা:
✅ উত্তরে: পদ্মা নদী, রাজশাহী ও ঢাকা বিভাগ।
✅ দক্ষিণ: সুন্দরবন ও বঙ্গোপসাগর।
✅ পূর্ব: ঢাকা ও বরিশাল বিভাগ।
✅ পশ্চিম: ভারতের পশ্চিমবঙ্গ।

প্রশ্ন: খুলনা বিভাগে উপজেলার সংখ্যা কত? উ: ৫৯টি।
জেলা ভিত্তিক উপজেলার সংখ্যা:
খুলনা জেলা ৯টি
বাগেরহাট জেলা ৯টি
সাতক্ষীরা জেলা ৭টি
যশোর জেলা ৮টি
নড়াইল জেলা ৩টি
ঝিনাইদহ জেলা ৬টি
মাগুরা জেলা ৪টি
কুষ্টিয়া জেলা ৬টি
চুয়াডাঙ্গা জেলা ৪টি
মেহেরপুর জেলা ৩টি

top
Back
Home
Gsearch